হীড়বাঁধের জলাভূমি থেকে অবিরত গ্যাস বের হওয়ার ঘটনায় বিপদের কোনও আশঙ্কা নেই, জেলাশাসক কে রিপোর্ট ভূ বিশেষজ্ঞদের।

Update: 2019-11-19 10:13 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার হীড়বাঁধ ব্লকের বহড়ামুড়ি গ্রাম পঞ্চায়েতের নিশ্চিন্তপুর গ্রামে একটি জলাভূমি থেকে ক্রমাগত গ্যাস বের হওয়ার ঘটনায় ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করল জিওলজিকাল এক্সপার্টরা। গত কয়েকদিন ধরে এই জলাভূমি থেকে টানা গ্যাস বের হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। বিপদ এড়াতে এলাকাটিতে সাধারণের যাতায়াত বন্ধ করে দেয় হীড়বাঁধ ব্লক প্রশাসন। পাশাপাশি ব্লক প্রশাসন ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে নজরদারী চালায়। এখনও একই ভাবে গ্যাস বের হচ্ছে এই জলাভূমি থেকে। জেলাশাসক উমা শঙ্কর এস বলেন , জেলার মাইনিং ডিপার্টমেন্টের জিওলজিস্টরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক ভাবে জানিয়েছেন এই গ্যাস থেকে বিপদের কোনো সম্ভাবনা নেই। তাই অযথা ভয় পাওয়ারও কিছু নেই। কোনো ডিকম্পোজিশন এর ফলে এমনটা ঘটতে পারে বলেও তারা মনে করছেন। তারা দু একদিনের মধ্যেই পুরো রিপোর্ট জেলাশাসকের কাছে পাঠাবেন।

তবে, কোনো রকম ঝুঁকি না নিয়ে,এই জলাভূমি থেকে মানুষ জনকে নির্দিষ্ট দূরত্বের বাইরে রাখা হচ্ছে। এদিকে,এই অভিনব ঘটনা প্রচার হতেই উৎসাহী মানুষজন রোজ ভীড় জমাচ্ছেন এই জলাভূমিতে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/there-is-no-danger-of-continuing-gas-erosion-from-the-marshy-land-of-hirbandh-reports-geologist/img-20191119-wa0007_1200x1500_1024x1280/" rel="attachment wp-att-7135">

Similar News