ইন্দাসে দ্বারকেশ্বর নদে উদ্ধার বস্তা বন্দি নর কঙ্কাল, এলাকায় চাঞ্চল্য!

Update: 2019-07-17 08:39 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (বলরাম চক্রবর্তী,ইন্দাস) : দ্বারকেশ্বর নদে উদ্ধার হল বস্তা বন্দি পচা,গলা মৃতদেহের কঙ্কাল! আজ এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় জালার ইন্দাস থানার সামড়োঘাটের ন- নগর এলাকায়। খবর পেয়ে ইন্দাস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এবং বস্তাবন্দী কঙ্কাল উদ্ধার করে মময়নাতদন্তে পাঠায়। স্থানীয়দের দাবী প্রায় দিন চার, পাঁচ এ-ই বস্তা নদীর জলে ভাসছিল। আজ অতি মাত্রায় দুর্গন্ধ ছড়াতে সকলের সন্দেহ হয়। কৌতুহল বসত দেখতে গিয়ে বস্তার মধ্যে করটি নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ বস্তাটি উদ্ধার করে নিয়ে যায়। অন্য কোথাও খুন করে মৃতদেহ বস্তাই ভরে ভাসিয়ে দেওয়ার ঘটনা কিনা তাও খতিয়ে দেখছে ইন্দাস থানার পুলিশ। তবে,স্থানীয়রা মনে করছেন বাইরের কোন মৃতদেহ ভরা বস্তা নদীতে ভেসে এখানে এসেছে। কারণ এলাকার বাসিন্দার মৃতদেহ হলে তা জানা যেত। এদিন এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নদীর চর উৎসাহী মানুষের ভিড়ে ভরে যায়।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/the-work-of-making-maps-is-going-to-prevent-land-grabbing-of-the-forest-department-said-ccf/img-20190623-wa0069/" rel="attachment wp-att-5737">

Similar News