যমে মানুষে দড়ি টানাটানি!তিন ঘন্টা ধরে জেসিবি,গ্যাস কাটার দিয়ে অপারেশন চালিয়ে দূর্ঘটনা গ্রস্ত লরি থেকে উদ্ধার চালক ও খালাসি।

Update: 2020-07-22 15:21 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভয়াবহ পথ দূর্ঘটনা পাত্রসায়র - বর্ধমান রাজ্য সড়কে। দুমড়ে,মুচড়ে যাওয়া লরির ভেতরে আটকে থাকা চালক ও খালাসীকে উদ্ধার করতে লাগল তিন ঘন্টা। প্রথমে স্থানীয় মানুষ হাতে করে উদ্ধারে ব্যার্থ হন। এর পর জেসিবি দিয়ে চেষ্টা চালাতে গেলে আটকে থাকা চালক ও খালাসীর হাত,পা ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়। অবশেষে গ্যাস কাটার দিয়ে লরির বডি কেটে খালাসী ও চালকে উদ্ধার করা হয়।প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় পাত্রসায়র ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। চালক কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও খালাসি আঘাত গুরুতর হওয়ায় তাকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কাক ভোরে এই উদ্ধার কার্য দেখতে রাজ্য সড়কে ভীড় উপচে পড়ে।

জানা গেছে,ভোর রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কয়লা বোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা মারে ধান বোঝাই একটি লরি। ধান বোঝাই লরির চালক ও খালাসী আহত হন। পাত্রসায়র থানার পুলিশ ও স্থানীয় মানুষের চেষ্টায় তিন ঘন্টার ধরে চলে এই অপারেশন। আর এর ফলে বেশ কিছুক্ষণ যান চলাচলে ব্যাঘাত ঘটে। পাত্রসায়র - বর্ধমান রাজ্য সড়কে জানজটেরও সৃষ্টি হয়।

#দেখুন 🎦 ভিডিও।[embed]Full View href="https://www.bankura24x7.com/mp-subhas-sarkars-press-conference-on-the-controversy-of-collecting-samples-of-the-covid-test-at-the-bjps-election-office-sarkars-press-conference-on-the-controversy-of-collecting-samples-of-th/img_20200717_130232/" rel="attachment wp-att-9914">

Similar News