জেলায় তিন পুর শহরে লকডাউনের দিন সংখ্যা কমল।২৬ থেকে ২৮ জুলাই জারি লকডাউন।আর ২৯ শে লকডাউন সারা জেলা জুড়ে।

Update: 2020-07-26 04:30 GMT

#বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : জেলার তিন পুর শহরের লকডাউনের মেয়াদ কমানোর নুতন সংশোধিত নির্দেশ জারী করল জেলা প্রশাসন। এই নুতব সংশোধিত নির্দেশে জানানো হয়েছে আজ ২৬ শে জুলাই রবিবার বিকেল ৫ টা থেকে আগামী ২৮ শে জুলাই বিকেল ৫ পর্যন্ত লকডাউন জারি থাকছে। তবে রেশণ দোকান সহ বিভিন্ন জরুরী পরিষেবা যেমন আদালত,ব্যাঙ্ক,পোস্ট অফিস,এল,পি,জি গ্যাস বিতরন, নিত্য প্র‍্যোয়জনীয় সামগ্রীর দোকান, দমকল পরিষেবা প্রভৃতি আওতার বাইরে থাকছে। পাশাপাশি, সারা রাজ্যের সাথে ২৯ জুলাই যথারীতি সারা জেলা জুড়ে লকডাউন থাকবে। ২৯ তারিখ সকাল ৬ টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত লকডাউন থাকবে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/mp-subhas-sarkars-press-conference-on-the-controversy-of-collecting-samples-of-the-covid-test-at-the-bjps-election-office-sarkars-press-conference-on-the-controversy-of-collecting-samples-of-th/img_20200717_130232/" rel="attachment wp-att-9914">

Similar News