পাত্রসায়রে উদ্ধার হওয়া হায়নার মৃতদেহের ময়নাতদন্ত করল বনদপ্তর।

Update: 2019-07-12 17:31 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পাত্রসায়রের বোরলবান্দী গ্রামে হায়না বাঘের মৃত্যুর কারণ জানতে শুক্রবার হায়নার মৃতদেহের ময়না তদন্ত করল বন দপ্তর। কয়েক মাস আগে পাত্রসায়রে নেকড়ের মৃতদেহ উদ্ধারের পর ফের হায়নার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহঃস্পতিবার রাতে বোরলবান্দী গ্রামে ডিভিসির ক্যানেলের পাড় থেকে হায়নার মৃতদেহ উদ্ধার করে বন দপ্তর।মৃত হায়নার মুখে ক্ষত চিহ্ণ মেলায় হায়নাটিকে কেও পিটিয়ে মেরে ফেলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বন দপ্তর। স্থানীয় রেঞ্জ অফিসার পৃথ্বীশ ঘোষ জানান ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই হায়নার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সেই মতো ব্যবস্থা নেবে বন দপ্তর।

Similar News