অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে ছাত্র বিক্ষোভ সোনামুখী কলেজে।

Update: 2019-08-07 14:16 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন ( বলরাম চক্রবর্তী, সোনামুখী) : কলেজের ফি বৃদ্ধির প্রতিবাদে কলেজ গেটে আবস্থান বিক্ষোভে সামিল হল জেলার সোনামুখী কলেজের ছাত্র, ছাত্রীরা। তাদের অভিযোগ, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা অন্যান্য কলেজের তুলনায় সোনামুখী কলেজ দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারে এবং তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টারে আনেক বেশী ফি আদায় করা হচ্ছে। এ-র প্রতিবাদেই আজ কলেজে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। তাদের দাবী,গরীব ও মধ্যবিত্ত পড়ুয়ার সংখ্যা যেহেতু এই কলেজে বেশী তাই প্রিন্সিপাল কে ফি কমানোর অনুরোধ করা হয়।কিন্তু তার কাছ থেকে কোন আশ্বাস না মেলায় বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয় তাদের। এমন কি তাদের দাবী না মিটলে ফের তারা জোরদার আন্দোলনে নামারও হুমকী দেয়। গেটে বেশ কিছুক্ষণ আবরোধ ও অবস্থান বিক্ষোভ চলার পর কলেজ কতৃপক্ষের হস্তক্ষেপে বিক্ষোভ থেকে বিরত হয় পড়ুয়ারা। তবে আগামী কাল প্রিন্সিপালের সাথে এনিয়ে আলোচনাতেও বসার দাবী তুলেছে বিক্ষোভকারীরা। আজ অবশ্য প্রিন্সিপাল কলেজে আনুপস্থিত ছিলেন। অস্থায়ী ভাবে দায়িত্ব প্রাপ্ত ডঃ রাতুল ঘোষ ছাত্রদের এই বিক্ষোভ অবস্থান কে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে ছাত্রদের সমালোচনা করেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/despite-expiration-the-depositors-do-not-receive-money-protestors-at-the-shaltora-sub-post-office-in-protest/img-20190731-wa0007/" rel="attachment wp-att-5949">

Similar News