সৌমিত্রের অনুপস্থিতিতে, তার ছবির ব্যানার নিয়ে রবিবাসরীয় প্রচারে স্ত্রী সুজাতা।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এই সপ্তাহেই সুপ্রিমকোর্টে শুনানিতে ঠিক হতে পারে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের জেলায় প্রবেশের অনুমতি মেলে কি না? তা বলে প্রচার যুদ্ধে বিরোধীদের টেক্কা দেওয়ায় কিন্তু খামতি নেই বিজেপির। প্রার্থীর স্ত্রী সুজাতা দেবীকে নিয়ে রবিবাসরীয় প্রচার চলল পুরোদমে। স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ছবির ব্যানার নিয়ে ভোট চাইতে মিছিল করলেন সুজাতা দেবী। আর পাঁচটা আম বাঙ্গালী ঘরনীর মতো সুজাতাও রাজনীতি থেকে সযত্নে দূরত্ব বজাই রেখেছিলেন এত দিন ধরে।
#দেখুন 🎦 ভিডিও 👇[embed]