জল আনা নিয়ে বচসা,মা কে গলা চেপে, শিল- নোড়া দিয়ে থেঁতলে খুন! গ্রেপ্তার ছেলে।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মা কে গলা চেপে, শিল-নোড়া দিয়ে মাথা থেঁতলে খুন করল ছেলে! এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় শহরের লালবাজার এলাকার চট পুকুর বস্তিতে। মৃতের নাম বেলা মালাকার (৬২)। পুলিশ মা কে খুন করার আভিযোগে ছেলে তাপস মালাকারকে গ্রেপ্তার করেছে।
#দেখুন 🎦 ভিডিও 👇[embed]