ইন্দাসে প্রাথমিক স্কুলে ছাত্রীদের যৌন হেনস্থা,শিক্ষক কে মারধরের পর বিবস্ত্র করে তুলে দেওয়া হল থানায়।

Update: 2019-07-17 10:56 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের শ্লীলতাহানি ও যৌন হেনস্থা করার অভিযোগে এক শিক্ষক কে গণ পিটুনি দিয়ে, অর্ধ নগ্ন করে রাস্তায় ছুটিয়ে,ছুটিয়ে থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। আজ জেলার ইন্দাস প্রাথমিক বালিকা বিদ্যালয় এই ঘটনার জেরে উতপ্ত হয়ে ওঠে। অভিভাবক,অভিভাবিকাদের দাবী দীর্ঘ ছয় মাস ধরে এই স্কুলের শিক্ষক শেখ ফিরোজ খান চতুর্থ শ্রেণীর ছাত্রীদের নানা ভাবে যৌন হেনস্থা করত। বেশ কয়েক বার স্কুলের প্রধান শিক্ষিকা কাজল সাহা কে মোখিক ভাবে ঘটনার কথা জানালেও সমস্যা মেটেনি। ফের একই কান্ড ঘটান ও-ই শিক্ষক। এক ছাত্রীর পোষাক খুলে হেনস্থা করার অভিযোগ ওঠে। এই ভাবে ছয় জন ছাত্রীর ওপর যৌন অত্যাচার চালান বলেও অভিযোগ তোলেন অভিভাবকরা। আজ প্রথমে স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান তারা। পরে উত্তেজনা বাড়তে থাকে। স্কুল থেকে বের করে বেদম মারধর করা হয় শিক্ষক ফিরোজ কে।মহিলারাও পেটাতে ছাড়েন নি। এরপর টেনে ছিঁড়ে দেওয়া হয় তার পরনের পোষাক। শেষে শর্ট প্যান্ট পরে খালি গায়ে দৌড়িয়ে ইন্দাস থানায় তাকে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে, স্কুলের প্রধান শিক্ষিকা জানান প্রথমে অভিভাবকরা বিষয়টি মিটিয়ে নিতে বলায় তিনি তখন থানা পুলিশ করেন নি। তার দাবী,এক ছাত্রী পায়খানা করে ফেলায় তার পোষাক খুলিয়েছিলেন ফিরোজ বাবু। তাই অভিযোগের সত্যতা যাচাইয়ের কথাও তিনি তোলেন। অন্যদিকে,শিক্ষক ফিরোজ খান তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেন বলে জানা গেছে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/christian-college-has-complained-to-vc-against-the-rathunath-murmu-college-said-principal/img_20190709_190236-2/" rel="attachment wp-att-5709">

Similar News