নেহেরু যুব কেন্দ্র ও অনুশীলন সমিতির যৌথ উদ্যোগ শহরে সর্দার বল্লবভাই প্যাটেলের জন্ম জয়ন্তী উদযাপন।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : নেহেরু যুব কেন্দ্র ও বাঁকুড়া অনুশীলন সমিতির যৌথ উদ্যোগে, আজ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তী উপলক্ষে 'রাষ্ট্রীয়একতা দিবস'- উদযাপনের অঙ্গ হিসেবে, একটি পদ যাত্রা আজ শহরপরিক্রমা করে। পাশাপাশি,সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন।
রাষ্ট্রীয় একতা দিবসের তাৎপর্য তুলে ধরেন আলোচনা সভায় অংশগ্রহনকারী বক্তারা। অনুশীলন সমিতির সম্পাদক প্রদীপ নাগ জানান, এছাড়াও এদিন এলাকায় সাফাই অভিযানেরও কর্মসূচি নেওয়া হয়। এই অনুষ্ঠান সফল হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন নেহেরু যুক কেন্দ্রের যুব সংযোজক ডাঃ রজত শুভ্র নস্কর।
#দেখুন ভিডিও।
[embed]