শহরে পাড়ার পুজোতেও থিমের ছড়াছড়ি! #দেখুন ভিডিও।

Update: 2019-02-11 05:30 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শহরের পাড়ায়,পাড়ায় এবার নানা থিমের পুজো নজর কেড়েছে। কমতে বসেছে সাবেকী প্রতিমা ও মন্ডপের চল। শহরের প্রাচীন পল্লী রামপুর।এই এলাকার ছোটো কালী তলা মোড় ঠেকের এবছরের থিম মিশন নির্মল বাংলা।

পাড়ায় নির্মল বাংলার সচেতনতা বাড়িয়ে তুলতেই এই আয়োজন বলে উদ্যোক্তাদের দাবী।

অন্যদিকে,রামপুর সবাই মিলে তাদের প্লাটিনাম জুবিলী (৭৫বর্ষ)তে বড়ো বাজেটের পুজো আয়োজন করেছে।এবারের থিম বাঙ্গালীর একান্নবর্তী পরিবারের হারাতে বসা দালান বাড়ী।

পুরানো বাঙ্গালিয়ানার স্মৃতি ফিরিয়ে দিতেই এই ৭৫বছরের প্রাচীন দালান বাড়ীর আদলে তৈরী মণ্ডপে এবছর দেবীর আরাধনায় ব্রতী হয়েছে রামপুর সবাই মিলে।

পুজোর দিন গুলোতে ছিল স্থানীয় ও বহিরাগত শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পসরাও।

এছাড়া পাড়ার অন্যতম প্রাচীন ক্লাব রামপুর বয়েজ ক্লাবও অন্যান্য বছরের মতো এবারও আয়োজন করে বাগ দেবীর আরাধনার।

জেলায় দূর্গাপুজোতে থিমের ট্রেন্ড শুরু হয়েছিল বেশ কিছু বছর আগে। সেই ট্রেন্ডের হাওয়া লাগে জেলার বড়ে বাজেটের সরস্বতী পুজোতেও। এখন আবার একই ট্রেন্ড ছড়িয়ে পড়েছে পাড়ার সরস্বতী পুজোতেও। তাই শহরের পাড়ার পুজোগুলোতেি নজরে পড়ছে থিমের ছড়াছড়ি।

#দেখুন🎦ভিডিও👇[embed]Full View

Similar News