বাঁকুড়া-দূর্গাপুর রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাঁদাকপি বোঝাই পিক আপ ভ্যান, জখম ১।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :নিয়ন্ত্রণ হারিয়ে বাঁদাকপি বোঝাই একটি পিক আপ ভ্যান উলটে গিয়ে জখম হলেন গাড়ির চালক। বাঁকুড়া - দূর্গাপুর রাজ্য সড়কের মাকুড় গ্রামের কাছে এই দূর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে চলা বাঁদাকপি বোঝাই পিক আপ ভ্যানটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে, সড়কের পাশের নয়নজুলিতে গিয়ে পড়লে,গাড়ির সামনের আংশ একেবারে দুমড়ে,মুচড়ে যায়। পাল্টি খাওয়ার ফলে,গাড়ির ডালা ভেঙ্গে বাঁদাকপি গড়িয়ে পড়ে।দূর্ঘটনার পর স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়, এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌছঁয় পুলিশও।
#দেখুন 🎦ভিডিও👇[embed]