ছাতনায় বাইককে বাঁচাতে গিয়ে, মন্দিরে ধাক্কা এসবিএসটিসি বাসের। মৃত ১, আহত ১৫ । #দেখুন ভিডিও।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :ছাতনায় পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক বাস যাত্রীর। আহত অন্তত আরোও ১৫ জন।
একটি মোটর বাইক কে দূর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে,যাত্রী বোঝাই সরকারী বাস,রাস্তার পাশে একটি মন্দিরে ধাক্কা মারায় এই বিপত্তি।
জানা গেছে,মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় রায় (৪৫)। তিনি ছাতনার উপরডিহির বাসিন্দা। পেশায় মাংস বিক্রেতা। তিনি বাঁকুড়া থেকে ওই বাসে চড়ে ছাতনা ফিরছিলেন।
দেখুন 🎦 ভিডিও👇[embed]