স্বামীর খুনীদের শাস্তির দাবীতে মৃতদেহ ফেলে রেখে,বাচ্চা কোলে নিয়ে বেলিয়াতোড় থানায় বিক্ষোভে সামিল হলেন স্ত্রী। অন্যদিকে,ঘটনার তদন্তে নেমে ২ জনকে আটক করল পুলিশ।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কোলে বাচ্চা নিয়ে,স্বামীর মৃতদেহ ফেলে রেখে পরিবার ও প্রতিবেশীদের সাথে থানা ঘেরাও করে স্বামীর খুনে জড়িতদের শাস্তির দাবীতে সরব হলেন স্ত্রী। এই ঘটনায় জেরে বেলিয়াতোড় থানা উত্তাল হয়ে ওঠে।
রবিবার সুধীর গরাই নামে এক ব্যক্তি বন্ধুদের সাথে ফিস্ট করতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন। পরে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, হাসপাতালে তিনি মারা যান। পরিবারের অভিযোগ, সুধীর বাবুকে মাথায় রডের বাড়ী মেরে ছাদ থেকে ফেলে খুন করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের পর বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত বাড়ীর লোকজন মৃতদেহ ফেলে রেখে বেলিয়াতোড় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। মৃতের স্ত্রী ঝুম্পা গরাই বলেন,তার স্বামীকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। তিনি দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবীতে সরব হয়েছেন। এদিকে পুলিশ খুনের ঘটনায় তদন্তের আশ্বাস দিলে ঘেরাও ওঠে।
জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই জনকে আটক করেছে।এবং অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
#দেখুন ভিডিও।[embed]