গ্রামের জনবসতি পূর্ণ এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার চালু ঠেকাতে সারেঙ্গায় পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।

Update: 2020-06-03 10:06 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (সঞ্জয় ঘটক, সারেঙ্গা) : গ্রামের ঘন জনবসতি এলাকার প্রাথমিক স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার করা চলবে না এই দাবীতে,পথ অবরোধ করে বিক্ষোভের জেরে উত্তাল জেলার জঙ্গলমহলের সারেঙ্গা।

এখানকার বোর্ড প্রাথমিক স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার চালু হবে এমন খবর এলাকায় ছড়াতেই গ্রামবাসীরা বিক্ষোভ ফেটে পড়েন এবং সারেঙ্গা চৌরাস্তা অবরোধ করেন। ফলে বেশ কয়েক ঘন্টা যান চলাচল ব্যহত হয়।

#দেখন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Similar News