কোতুলপুরে দ্বারকেশ্বর নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য!

Update: 2019-08-22 05:17 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (বলরাম চক্রবর্তী, কোতুলপুর) : দ্বারকেশ্বর নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোতুলপুরে।

আজ সকালে এখানকার সামরোঘাটের কাছে নদীতে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় মানুষ। খবর দেওয়া হয় কোতুলপুর থানায়।

থানা থেকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রাজু পাল(৩৫)। তিনি ইন্দাস থানার করিসুন্ডা এলাকার জয়নগর গ্রামের বাসিন্দা।

তার কি ভাবে মৃত্যু হল তা,খতিয়ে দেখতে প্রাথমিক তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ।

#দেখুন 🎦 ভিডিও।👇[embed]Full View href="https://www.bankura24x7.com/police-tried-to-steal-the-thief-and-tried-to-steal-watching-the-video-of-cc-tv-thieves-police-came-to-the-spot/img_20190709_190236/" rel="attachment wp-att-5669">

Similar News