বেলিয়াতোড়ে বন্ধুদের সাথে ফিস্ট করতে গিয়ে এক ব্যক্তির রহস্যজনক ভাবে মৃত্যুর ঘটনায় ধৃত এক।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বেলিয়াতোড়ে মহালয়ার আগের দিন, বন্ধুদের সঙ্গে রাতে পিকনিক করতে গিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ধীরেন গরাই নামে এক ব্যক্তি কে গ্রেফতার করল বেলিয়াতোড় থানার পুলিশ।
আজ, তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে, আগামী ২রা নভেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত,রবিবার রাতে বন্ধুদের সাথে, একটি বাড়িতে পিকনিক করতে গিয়ে,রহস্য জনক ভাবে মৃত্যু হয় সুধীরের।
স্বামীকে পরিকল্পনা করে, খুন করা হয়েছে,এই অভিযোগ তুলে,মৃতদেহ ফেলে রেখে,কোলে বাচ্চা নিয়ে পরিবার ও পড়শীদের সাথে, বেলিয়াতোড় থানা ঘেরাও করে সংবাদের শিরোনামে উঠে আসে মৃত সুধীরের স্ত্রী।
সোমবারই বেলিয়াতোড় থানায় স্বামীর খুনের ঘটনার তদন্ত চেয়ে, লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
এরপরই, নির্দিষ্ট ধারায় মামলা ঋজু করে ঘটনার তদন্তে নামে পুলিশ। ধীরেন সহ ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতেই ধীরেন কে গ্রেফতার করা হয়।