ক্ষুদিরামের আত্ম বলিদান দিবসে ফের ছেঁদা পাথরের বিপ্লবী গুহা উন্মুক্ত করার দাবী উঠল।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : প্রতি বছর ঘটা করে শহীদ ক্ষুদিরামের আত্ম বলিদান দিবস পালিত হয় জেলার বারিকুলের ছেঁদাপাথরে। কিন্তু নুতন প্রজন্মের কাছে এই জায়গার ইতিহাস অধরাই থেকে যায়। স্বাধীনতা আন্দোলনের সময় এখানেই ছিল বিপ্লবীদের গোপন আস্তানা। আজ থেকে প্রায় ১১৬ বছর আগে আম্বিকানগরের জমিদার রাইচরণ ধবলদেবের পৃষ্ঠপোষকতায় ছেঁন্দাপাথরের গোপন গুহায় ক্ষুদিরামদের বোমা বাঁধার কাজ চলত।আর এখান থেকেই বিপ্লবীদের গোপনে স্বদেশী আন্দোলনের কাজ চলত। দীর্ঘ দিন ধরে এই স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বিজড়িত গুহাটিকে উন্মুক্ত করার দাবী উঠলেও তা আজও পাথর দিয়ে বন্ধ করেই রাখা হয়েছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]