সপ্তমীর মহা সকালে নব পত্রিকার স্নানযাত্রা, গন্ধেশ্বরীর তটে নামল মানুষের ঢল। #দেখুন ভিডিও।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সপ্তমীর মহা সকালে শহরের গন্ধেশ্বরী নদী ঘাটে নামল মানুষের ঢল।
শহরের সপ্তমীর মহা সকালে - মহা সমারোহে চলল নব পত্রিকার স্নান পর্ব।
তার পর 'নব পত্রিকা তথা কলা বৌ'- প্রতিষ্ঠা পেলেন মন্ডপে।
কার্যত, সাত সকালেই মেলার চেহারা নিল পুরো গন্ধেশ্বরীর তট।
ভীড় ও যান চলাচল সামাল দিতে ছিল ঢালাও পুলিশী ব্যবস্থাও।
শহরের সিংহ ভাগ পুজো মন্ডপের নব পত্রিকা স্নান হয় গন্ধেশ্বরীতে। পাশাপাশি, দ্বারকেশ্বরেও ছিল ভীড়।
জেলার বিভিন্ন প্রান্তে নদী,পুকুর ও জলাশয়ে সপ্তমীর মহা সকালে ছিল নব পত্রিকা স্নানের ব্যস্ততা।
#দেখুন ভিডিও।[embed]