জয়পুরে দোকানের টাকা আদায়ে বেরিয়ে খুন এক দোকান কর্মী, খুন নিয়ে রাজনৈতিক চাপান উতোর শুরু!
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বকেয়া টাকা আদায়ে করতে বেরিয়ে সোমবার থেকে নিখোঁজ এক কীটনাশক বিক্রির দোকানের কর্মীর ক্ষত,বিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় আজ চাঞ্চল্য ছড়াল জয়পুর জুড়ে। মৃত ওই কর্মীর নাম সাইদুল ইসলাম মিদ্যা (৩২)। সাইদুল জয়পুরের চোরকলা এলাকার রামডিহা বাজারে একটি কীটনাশক বিক্রির দোকানে কাজ করতেন।সোমবার ওই দোকানের বকেয়া পাওনা টাকা আদায়ে বেরিয়ে আর বাড়ী ফেরেন নি।মঙ্গলবার বাড়ীর লোক খোঁজাখুঁজি শুরু করলে, আমসলা গ্রামে সাইদুলের ক্ষত,বিক্ষত মৃত দেহ মেলে। খবর পেয়ে জয়পুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়। মৃতের পরিবারের দাবী, তাকে খুন করা হয়েছে। অন্যদিকে, ঘটনার তদন্তে নেমেছে জয়পুর থানার পুলিশ। এদিকে, এই খুনের ঘটনায় রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল সাঁতরা মৃত সাইদুল কে তৃনমুল কর্মী বলে দাবী করে তার খুনের ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে। যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
#দেখুন 🎦ভিডিও।👇[embed]