কাঁকরডাঙ্গা কান্ডের জেরঃ লালগড় আন্দোলনের কায়দায় রাস্তা কেটে,গাছের গুড়ি ফেলে বিষ্ণুপুরে জুড়ে পুলিশকে প্রতিরোধের ডাক সৌমিত্রের।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার পাত্রসায়রে এক ছাত্র সহ দুই বিজেপি কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায়র জেরে এবার লালগড় আন্দোলনের কায়দায় গ্রামে,গ্রামে পুলিশ কে প্রতিরোধ করার ডাক দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি কর্মী, সমর্থকদের রাস্তা কেটে, রাস্তায় গাছের গুড়ি ফেলে পুলিশ কে প্রতিহত করার নিদান দেন তিনি। দূর্গাপুরে সাংবাদিকদের কালকের পাত্রসায়রের কাঁকরডাঙ্গায় তিন বিজেপি কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোমিত্র খাঁ তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী কে এক হাত নেন। এবং জেলায় বিজেপির ওপর তৃনমুল ও পুলিশের সন্ত্রাস চললে তৃণমূল নেতাদের ঘর ছাড়া করার হুঁশিয়ারীও দেন তিনি। তিনি বলেন ২৬ তারিখের পর জেলায় ঢুকবেন তিনি। তখন তিনি তৃণমূলীদের দেখে নেওয়ার চ্যালেঞ্জও ছোঁড়েন এই ডাকাবুকো বিজেপি নেতা।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]