পুরভোটে পঞ্চায়েতের পুনরাবৃত্তি হলে তৃণমূলীদের ছাল,চামড়া উঠবে,জ্বলবে পুলিশের গাড়ী!হুমকী সৌমিত্রের। উনি উগ্রপন্থীর ঢঙে হুমকী দিচ্ছেন!পাল্টা তোপ মহাপ্রসাদের।

Update: 2020-01-27 16:35 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আসন্ন পুর ভোটে যদি গত পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হয়, তাহলে তৃণমূল নেতাদের ছাল চামড়া উঠিয়ে দেওয়া হবে। এভাবেই স্পষ্ট ভাষায় তৃণমূল নেতাদের হুমকী দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পাশাপাশি, পুলিশকেও হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পুলিশ যদি তৃণমূলীদের হয়ে কাজ করে, তাহলে পুলিশের গাড়ীও জ্বলবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ট্রেন পোড়াতে মদত দেন তখন রাজ্যের পুলিশ হাত গুটিয়ে বসে থাকে!আসলে রাজ্য পুলিশ দলদাসে পরিনত হয়েছে! এই মন্তব্য করে পুলিশকে কটাক্ষও করতে ছাড়েন নি তিনি।

এদিন, বাঁকুড়া লোকসভার বিজেপি সাংসদ সুভাষ সরকার, রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় কে সাথে নিয়ে বাঁকুড়া পুর এলাকার ২০ নাম্বার ওয়ার্ডের ময়রাবাঁধ এলাকায় সিএএ এবং এনআরসির সমর্থনে প্রচার কর্মসূচিতে যোগ দেন সৌমিত্র খাঁ। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

এদিকে, একজন সাংসদ হয়ে এমন মন্তব্য করায় তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভার পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত সৌমিত্র বাবুকে পাল্টা আক্রমণ করেছেন তার প্রতিক্রিয়ায়। তিনি বলেন, একজন সাংসদ হয়ে সৌমিত্র বাবু যে ভাবে সমাজবিরোধী ও উগ্রপন্থীদের মতো হুমকী দিচ্ছেন তা একজন সাংসদের শোভা পায়না।আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আজ, কার্যত সৌমিত্র খাঁয়ের এই মন্তব্য কে কেন্দ্র করেই শহরে পুর ভোটের লড়াই শুরু হয়ে গেল। এবার বিজেপি বনাম তৃণমূলের এই রাজনীতির লড়াইয়ের তাপ উত্তাপের আঁচ পুর নাগরিকরাও টের পাবেন বলেই মনে করছেন জেলার রাজনৈতিক বোদ্ধার।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/the-mp-recorded-the-absence-of-staff-by-opening-the-closed-post-office-gate-at-bankura-on-lf-and-cong-join-strike-day/img-20200108-wa0027_1024x1280_768x960/" rel="attachment wp-att-7702">

Similar News