কাটমানি ইস্যুতে গণ বিক্ষোভ, সোনামুখীতে বাড়ী ছাড়া তৃণমূল মহিলা কাউন্সিলার!
#বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : এবার জেলায় কাটমানি ইস্যুর জেরে উত্তাল হল সোনামুখী। ভয়ে পাড়া ছেড়ে অন্যত্র গা ঢাকা দিতে হল এক তৃণমূল মহিলা কাউন্সিলারকে!
নিজের ওয়ার্ডের গরীব বাসিন্দাদের বাড়ী করা দেওয়ার নাম করে মোটা টাকার কাটমানি আত্মসাৎ করার অভিযোগ তুলে সোনামুখী পুরসভার ১১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার ঝিলিক দত্তের বাড়ীতে চড়াও হয়ে রবিবার বিকেলে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। যদিও তার আগেই বাড়ীতে তালা ঝুলিয়ে, বাড়ী ছেড়ে গা ঢাকা দেন ঝিলিক দেবী।সোনামুখী পুরসভার ১১ নাম্বার ওয়ার্ডে ফরোয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে জয়ী হলেও লোকসভা ভোটের কয়েক মাস আগে, ছাতনার বামুনকুলিতে, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায়, ফরোয়ার্ড ব্লক দল ছেড়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ঝিলিক দত্ত। অভিযোগ, শাসক দলে যোগদানের পরই তিনি কাটমানির কারবারে জড়িয়ে পড়েন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের কাটমানি ফেরতের বিষয়ে কড়া বার্তা দিতেই সোনামুখীতে এই কাউন্সিলারের বিরুদ্ধে কাটমানি ফেরত দেওয়ার দাবীতে সরব হলেন এলাকার মানুষ। ঝিলিক দেবী এলাকা ছাড়া হওয়ায় তার বক্তব্য জানা যায় নি। তবে,সোনামুখী পুরসভার পুর প্রধান কাটমানি নেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে দাবী করেন বিজেপি রাজনৈতিক ফায়দা লুটতে এসব মিথ্যা অভিযোগ তুলে বাজার গরম করতে চাইছে। কারও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তারা আর,টি,আই করুন তাহলেই সব প্রকৃত তথ্য জানতে পারবেন বলে বিক্ষোভকারীদের পরামর্শ দেন তৃণমূল নেতা তথা পুর প্রধান সুরজিৎ বাবু।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]