৩ শিশুর মৃত্যু নিয়ে আবাস যোজনার রাজনীতি তুঙ্গে,গ্রামে সমবেদনা জানাতে গিয়ে তাড়া খেলেন সাংসদ সৌমিত্র খাঁ।

Update: 2023-09-30 17:20 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : তিন শিশুর মৃত্যুর ঘটনার পর গ্রামে মৃত শিশুর পরিবার,পরিজনদের সমবেদনা জানাতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন সাংসদ সৌমিত্র খাঁ। তাকে ক্ষুদ্ধ গ্রামবাসীরা তাড়াও করেন। সাংসদকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়," মানুষ না জানোয়ার,এখানে রাজনীতি করতে এসেছে,চড়িয়ে ঘর পাঠিয়ে দেব"।পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত এলাকা ছাড়েন বিজেপি সাংসদ। তিনি এই ঘটনা তৃণমূলের চক্রান্ত বলে পালটা দাবি করেছেন।মাটির দেওয়াল চাপা পড়ে এক লহমায় প্রাণ গেছে তিন- তিনটি শিশুর। তার পরই সংবাদের শিরোনামে উঠে এসেছে জেলার বিষ্ণুপুর মহকুমার বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের বোড়ামারা গ্রাম।

এই গ্রামে নেই পাকা বাড়ি।আবাস যোজনার বাড়ি আজও অধরা এই গ্রামের বাসিন্দাদের কাছে।ফলে কাঁচা মাটির বাড়িতেই জীবনের ঝুঁকি নিয়ে দিব্যি বসবাস চলছিল।আজ কাঁচা মাটির দেওয়াল ভেঙ্গে তিন শিশুর মৃত্যুর পর চোখ খুলে গেছে গ্রামবাসীদের। তারা অভিযোগ তুলে সরব হন এদিন।অন্যদিকে, এই গ্রামের প্রধান এবং প্রাক্তন প্রধানরা আবার আবাস যোজনা না পাওয়ার দায় চাপিয়েছেন কেন্দ্রের ঘাড়ে। বাসন্তী লায়েক আগে,গ্রামের প্রধান ছিলেন এখন তিনি বাঁকাদহ পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যান কর্মাধ্যক্ষের দায়িত্বে আছেন।তিনি তার আমলে আবাস যোজনার সুযোগ না মেলার জন্য কেন্দের দিকে অভিযোগ তুলেছেন।

একই সুর বর্তমান প্রধান রামপ্রসাদ সাহার গলায়।আবাস যোজনার সুযোগ পেলে এই কাঁচা বাড়ি পাকা হত।ফলে দেওয়াল চাপা পড়ে তিন শিশু।অকালে ঝরে যেত না তা মানছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তবে, তার অভিযোগ রাজ্যের শাসক দল আবাস যোজনার টাকা চুরি করছে আর তার ফল ভোগ করতে হচ্ছে গরীব মানুষদের। তার দাবি,তৃণমূলের মানবতাবোধ নেই।তাই গ্রামে সমবেদনা জানাতে গিয়েও তাকে তৃণমূলীদের নোংরা রাজনীতির স্বীকার হতে হচ্ছে।তিন শিশুর মৃত্যুর পর ময়দানে রাজনীতির যুদ্ধে নেমেছে তৃণমূল ও বিজেপি। কিন্তু তার ফলে কি আবাস যোজনার ঘর মিলবে গ্রামের মানুষের?

না রাজনীতির তর্জার আড়ালে চাপা পড়ে যাবে আবাস যোজনার অধিকার! এই প্রশ্নও তুলছেন গ্রামবাসীরা।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News