জয়পুরে অবৈধ পাথর খাদানে ভেসে উঠল বছর পাঁচের এক শিশু কন্যার মৃতদেহ,এলাকা জুড়ে চাঞ্চল্য।

গত কাল থেকে নিখোঁজ থাকার পর অবশেষে, আজ সকালে বছর পাঁচের এই শিশু কন্যার মরদেহ স্থানীয় একটি খাদানের জলে ভেসে থাকতে দেখা যায়।খবর দেওয়া হয় জয়পুর থানায়।পুলিশ উদ্ধার করে জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে, চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।;

Update: 2023-11-15 12:21 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ( বলরাম চক্রবর্তী, জয়পুর) : উৎসবের আবহেই বিষাদের সুর! মামা বাড়িতে এসে মর্মান্তিক মৃত্যু হল এক বছর পাঁচের শিশু কন্যার।আজ স্থানীয় একটি খাদানে শিশু কন্যার মৃত দেহ ভেসে ওঠে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাঁকুড়ার জয়পুর ব্লকের জগন্নাথপুর অঞ্চলের মাধবপুর গ্রামে। গতকাল দুপুর থেকেই কবিতা সরেন নামে এই শিশু কন্যার খোঁজ পাওয়া যায়নি। বাড়ির লোক ও পড়শীরা অনেক খোঁজাখুজি করলেও কোন সন্ধান মেলেনি কবিতার। অবশেষে আজ সকালে তার মরদেহ স্থানীয় একটি খাদানের জলে ভেসে থাকতে দেখা যায়। খবর দেওয়া হয় জয়পুর থানায়।পুলিশ এসে কবিতাকে উদ্ধার করে । 

 এরপর তাকে জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে, চিকিৎসক কবিতাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায় সদ্যজাত এক সন্তান ও কবিতাকে সাথে নিয়ে গত কয়েক মাস বাপের বাড়িতেই ছিলেন কবিতার মা। তার মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনায় কবিতাকে চিরতরের জন্য হারালেন। কবিতার দাদুও এই ঘটনায় দিশহারা হয়ে পড়েন।তিনি জানান জলে ডুবে মৃত্যু হয়েছে তার নাতনীর।  এদিকে,এলাকাবাসীদেরঅভিযোগ,গ্রামেব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি মোরাম ও পাথর খাদান। খাদান গুলি জলে ভরে গিয়েছে।আর এতেই ঘটছে বিপত্তি।এমন অভিযোগ গ্রামবাসীদের।

খাদানের জলে নামতে গিয়ে বা স্নান করতে নেমে তলিয়ে যায়ার মতো ঘটনা ঘটছে। ফলে এই বেআইনি খাদানের বিরুদ্ধে সরকারি স্তরে অভিযান চালানোর দাবিও জোরাল হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত স্তরে যদিও আশ্বাস মিলেছে এই খাদান গুলি,বেড়া দিয়ে ঘেরার।তবে,তাতে কাজের কাজ কতটা হবে? তা নিয়েও সংশয় থেকেই যাচ্ছে। এখন দেখার, শিশু মৃত্যুর ঘটনার পর ভুমি দপ্তরের টনক নড়ে কি না?

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News