শীতের হিমেল হাওয়ায় সঙ্গীতের মূর্ছনায় ভাসল মন্দির নগরী, শুরু হল বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল।

Update: 2021-01-09 01:52 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত উপভোগের সাথে মেলার মজা নিতে হলে আপনাকে আসতেই হবে মন্দির নগরী বিষ্ণুপুরে। রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হল বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল। এই ফেস্ট চলবে আগামী ১০ জানুয়ারী পর্যন্ত। এই কদিন শীতের হিমেল হাওয়ার সাথে পোড়ামাটির হাট প্রাঙ্গণে জোড় মন্দিরের পাদদেশে ওস্তাদরা বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতের মূর্ছনায় মন মাতাবেন সঙ্গীত প্রেমীদের।


 আর এই সঙ্গীতের রস আস্বাদন করতে চাইলে আপনিও আসতে পারেন এই সঙ্গীত মেলায়।গান শোনার পাশাপাশি উপরি পাওনা মায়াবী আলোয় টেরাকোটার মন্দিরের অপরূপ সৌন্দর্য দর্শণ। এছাড়াও বালুচরী,টেরাকোটা সহ নানা শিল্প সামগ্রী কেনার হাতছানি।

আজ এই ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক সুচনা হল।প্রতিদিন থাকছে বিশিষ্ট শিল্পীদের সঙ্গীত পরিবেশন। রাজ্যের রাষ্ট্র মন্ত্রী শ্যামল সাঁতরা জানান বিষ্ণুপুরের সঙ্গীত ঘরানার সাথে নুতন প্রজন্মের পরিচয় ঘটাতেই এই ফেস্টিভ্যালের আয়োজন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে এবারও এই মেলার আয়োজন করেছে পর্যটন দপ্তর। প্রথম দিনেই সাড়াও মিলেছে ভালো।

দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News