মাঝরাতে বাড়ির মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল বেপরোয়া লরি! তারপর?দেখুন ভিডিও।

Update: 2022-12-06 11:50 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শীতের মধ্যরাত।লেপ, কাঁথা মুড়ি দিয়ে গভীর ঘুম আচ্ছন্ন ছিলেন বাড়ীর চারজন।আচমকা বিকট শব্দ আর ঝাঁকুনিতে ঘুম ভাঙ্গতেই চোখের সামনে দেখেন বিশাল লরি একেবারে শোয়ার ঘরে উঁকি দিচ্ছে।তাও লরির সামনের একটি চাকা ভেঙ্গে গিয়েছে।লরির ধাক্কার জেরে ঘোটা ঘর কাঁপছে। ক্ষণিকের মধ্যে নিজেদের থিতু করে প্রাণ নিয়ে বাড়ির বাইরে বের হন তারা।এবং টের পান বরাত জোরে তারা এযাত্রায় প্রাণে বেঁচে গেছেন।গতকাল মধ্যরাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে কোতুলপুরের দেশড়া কোয়ালাপাড়া এলাকার দাস পাড়ায়।

অন্যদিকে,এই দুর্ঘটনা টের পেয়ে পড়শীরাও ছুটে আসেন। প্রাণে বাঁচলেও বাড়ির অবস্থা খারাপ।দেওয়ালে যে ভাবে আঘাত লেগেছে তাতে যে কোন সময় বাড়ি ভেঙ্গে পড়তে পারে।তাই পরিবারের সদস্যরা বাড়ি মেরামতির দাবী তুলেছেন।অন্যদিকে,বাড়ির কর্তার অভিযোগ, এখানে রাস্তার সঙ্কীর্ণতার জন্যই এমন দুর্ঘটনা ঘটছে।তাই রাস্তা চওড়া না করা গেলে, বিপদ এড়াতে এই জায়গাটি লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন। এদিকে,পুলিশ লরি ও লরির চালক কে আটক করেছে।

👁️‍🗨️দেখুন 🎦 ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News