গজরাজের গুন্ডাগিরি! রাস্তায় এম্বুলেন্সের ওপর হামলা।
দলছুট একটি দামাল হাতি আচমকা জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের রাস্তায় হাঁটতে থাকে। আচমকা, রাস্তার ধারে একটি এম্বুলেন্সে ওপর চড়াও হয়। শুঁড়ে করে ঝাপটা মেরে,পায়ে করে উল্টানোর চেষ্টা চালায়। গ্রামবাসীরা হল্লা জুড়লে পিছু হটে ওই দলছুট দামাল। পাশাপাশি, এই দলছুট হাতির আক্রমণে এক মহিলা আহতও হন।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এম্বুলেন্সের ওপর হাতির হামলা! দলছুট এক দামাল দাঁতাল হাতি জঙ্গল থেকে রাস্তায় হাঁটা শুরু করে। আচমকা চড়াও হয় এম্বুলেন্সের ওপর। গ্রামবাসীরা হৈ হল্লা জুড়লে পিছু হটে হাতিটি।
জেলার বিষ্ণুপুরের মড়ার গ্রাম পঞ্চায়েতের দালানডাঙ্গা এলাকার ঘটনা। এম্বুলেন্সে থাকা লোকজন অল্পের জন্য প্রাণে বেঁচে যান। পাশাপাশি হাতির হানায় জয়ন্তী রায় নামে এক মহিলা গুরুতর আহত হয়ে বিষ্ণুপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে,জেলায় সব মিলিয়ে প্রায় ৪০ টিরও বেশী হাতির পাল ঘাটি গেড়েছে। আর তাদের হানাদারির আশঙ্কায় ঘুম।ছুটেছে গ্রামের দাসিন্দাদের। তারা আবিলম্বে হাতির পাল তাড়ানোর দাবীতে সরব হয়েছেন।
দেখুন 🎦 ভিডিও। 👇