পথ নিরাপত্তা সপ্তাহে কাকভোরে সোনামুখী ও বিষ্ণুপুরে অভিযানে খোদ জেলাশাসক,পাকড়াও ওভার লোডেড ৭ টি বালি বোঝাই লরি।

Update: 2021-09-05 11:52 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : টাস্ক ফোর্স গঠন করে এবার জেলাজুড়ে ওভার লোডেড বালি বাহী লরির দৌরাত্ব ঠেকাতে অভিযানে নামলেন খোদ জেলাশাসক কে,রাধিকা আয়ার। রবিবার কাকভোরে তিনি এই টাস্ক ফোর্স নিয়ে সোনামুখীতে হানা দেন। এবং এখানে তিনটি ওভার লোডেড লরি ধরা পড়ে।এরপর জেলাশাসক বিষ্ণুপুরে রওনা দেন।


 এবং বিষ্ণুপুরে ৪ টি লরি ধরা পড়ে৷ অর্থাৎ একদিনে মোট সাাতটি লরি ধরা পড়ল। এখন পথ নিরাপত্তা সপ্তাহ চলছে। তাই এই বিশেষ অভিযান জারি থাকছে। জেলাশাসক কে রাধিকা আয়ার জানান, যে বালি ঘাট থেকে এই লরি গুলি বালি বোঝাই করেছিল সেই ঘাট গুলিকে সাসপেন্ড করা হয়েছে। এবং এফআইআরও দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার একই ভাবে জেলার কোতুলপুরে বিষ্ণুপুরের এসডিও এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৬টি বালি গাড়ী আটক করা হয়। তার পর ফের ২৪ ঘন্টার ব্যবধানে জেলাশাসক নিজে অভিযান চালিয়ে রবিবার ৭ টি লরি আটক করেন। বালি ঘাট লাগোয়া এলাকার মানুষ এই ওভার লোডিং বালি বাহী লরির দাপাদাপিতে অতিষ্ঠ। তারা প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং তারা এইভাবে লাগাতর অভিযান চালানোর দাবীও তুলেছেন। এখন দেখার এই অভিযানের পর জেলায়  ওভার লোডেড বালি বাহী লরির দাপট কমে কিনা? 

👁️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News