কাকভোরে গোয়াল ঘরে বাস ও লরির একযোগে ধাক্কা!তারপর কি হল? জানতে দেখুন এই প্রতিবেদন।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: ( সুমন মন্ডল, বিষ্ণুপুর) : যাত্রীবাহী একটি বাসকে আচমকা পিছন থেকে ধাক্কা কয়লা বোঝাই একটি লরির। আর সেই ধাক্কার জেরে দুটি গাড়ি গিয়ে পড়ে একটি গোয়াল ঘরে।গোয়লে সেই সময় কয়েকটি গরু ছিল।ধাক্কায় একট গরুর মৃত্যু হয়। এবং বাকি গরু গুলিকে উদ্ধার করা হয়। তার মধ্যে একটি গরু আহত হয়েছে।বাসটি এদিন ভোরে পিয়ারডোবা থেকে যাত্রী নামিয়ে বিষ্ণুপুরের অভিমুখে যাচ্ছিল।চৌবেটা মোড়ে বাসটি বাঁক নেওয়ার সময় মেদিনীপুর রোড থেকে আসা কয়লা বোঝাই লরিটি বাসটির পিছনে ধাক্কা দেয়। দুটি গাড়িই ধাক্কার তীব্রতায় নিয়ন্ত্রণ হারায়।
এর ফলে রাস্তার পাশের একটি গোয়াল ঘরে গিয়ে পড়ে দুটি গাড়ি। এই দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চালক ও খালাসির সামান্য আঘাত লাগে। তবে লরির চালক ও খালাসি পলাতক বলে স্থানীয় সুত্রে জানা গেছে। এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
👁️🗨️দেখুন 🎦 ভিডিও। 👇