ওন্দায় বিয়েবাড়ীর আতসবাজী থেকে খড়ের পালুইয়ে ভয়াবহ আগুন,ভস্মীভূত রাশি,রাশি খড়। দেখুন লাইভ ভিডিও সহ প্রতিবেদন।

Update: 2021-04-25 08:57 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিয়ে বাড়ীর আনন্দের আবহেই ঘটে গেল ভয়াবহ অগ্নি কান্ড! আতসবাজি ফোটানোর সময় তা খড়ের পালুইয়ে গিয়ে পড়ায় ঘটে অগ্নি কান্ডের ঘটনা। পর,পর খড়ের পালুই আগুন ছড়িয়ে পড়ে নিমেষে। শনিবার রাতে এই ঘটনা ঘটে জেলার ওন্দা থানা এলাকার কাটাবাড়ী গ্রামে।


ঘটনার খবর পেয়েই গ্রামে পৌঁছয় ওন্দা থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন এবং স্থানীয় মানুষের মিলিত চেষ্টায় প্রায় চার ঘন্টা লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, খড়ের পালুইয়ে খামারবাড়ীতে ছিল। আগুন লাগলেও তা বসতবাড়ীতে ছড়িয়ে না পড়ায় বড়ো বিপদ এড়ানো গেছে। খড়ের পালুই আগুনে ভস্মীভূত হওয়ায় ভালো আর্থিক ক্ষতি হয়েছে।

তবে গ্রামের বাসিন্দা অঅর্থাৎ মানুষজন আহত বা প্রাণহানির মতো ঘটনা ঘটেনি এটাই রক্ষা।এই অগ্নি কান্ডের তদন্ত শুরু করেছে ওন্দা থানার পুলিশ। পাশাপাশি,তাদের প্রাথমিক রিপোর্ট দিয়েছে দমকলও।

👁️দেখুন 🎦 ভিডিও। 👇

Full View




Tags:    

Similar News