বিষ্ণুপুরে ৬০ নাম্বার জাতীয় সড়কে ডিম বোঝাই লরি ও মারুতি ইকো ভ্যানে সংঘর্ষ,মৃত ভ্যানের চালক,আহত ২ যাত্রী।

Update: 2024-01-13 18:49 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন ( সুমন মন্ডল, বিষ্ণুপুর) : বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে ৬০ নাম্বার জাতীয় সড়কের চৌবেটা মোড়ের কাছে একটি ডিম বোঝাই লরির সাথে উল্টো দিক থেকে আসা মারুতি ইকো ভ্যানের সংঘর্ষে প্রাণ হারালেন ইকো ভ্যানের চালক। পাশাপাশি,ইকো ভ্যানের ২ যাত্রী আহত হয়েছেন। তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে। এই পথ দুর্ঘটনাটি ঘটে শনিবার রাতে।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মুকুটমণিপুরে পিকনিক করে ইকো ভ্যানে চড়ে পাঁশকুড়া ফিরছিলেন ৫ যাত্রী। আন্যদিকে ডিম বোঝাই লরিটি পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ার দিকে আসছিল।

চৌবেটার কাছে দুটি যান বাহনের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। মারুতি ইকো ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যানের চালকের। ডিম বোঝাই লরিটি সংঘর্ষ ঘটার সাথে,সাথে উল্টে যায়৷ যদিও লরির চালক ও খালাসি পলাতক। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে আহতদের উদ্ধারে হাত লাগান।খবর পেয়ে দুর্ঘটনা স্থলে এসে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News