পাত্রসায়রে কেন মাটির স্তূপ ধসে প্রাণ গেল ৩ বালিকার? কী বলছেন স্থানীয় মানুষ? জানতে দেখুন এই 🎦প্রতিবেদন।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ঠীকা সংস্থার অপরিকল্পিত ভাবে ১৫ফুট করে গর্ত কেটে জেসিবি দিয়ে মাটির স্তূপ তৈরী করে রাখার জন্যই পাত্রসায়রে আজ অকালে ঝরে গেল ফুটফুটে তিনটি তাজা বালিকার প্রাণ আরও এক বালক ও বালিকা মৃত্যুর সাথে লড়াই চালাচ্ছে হাসপাতালে।
এই মর্মান্তিক দূর্ঘটনা র জন্য স্থানীয় বাসিন্দারা কাঠ গোড়ায় তুলেছেন জামকুড়ি গ্রাম পঞ্চায়েতেকে।পঞ্চায়েতের উদাসীনতায় সুযোগেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরীর জন্য এভাবে বিপদসীমা উপেক্ষা করে মাটির স্তূপ বানিয়ে রেখেছে ঠীকা সংস্থা।
রবিবার এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটার পর আগড়াশোল গ্রামের মানুষ পুরো ঘটনার তদন্ত করে দোষী ঠীকা সংস্থার শাস্তির দাবী তুলেছেন।
#দেখুন 🎦ভিডিও👇[embed]