পাত্রসায়রে পুলিশের গুলি চালানোর প্রতিবাদে আজ বিষ্ণুপুর লোকসভা এলাকা জুড়ে বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত এক ঘন্টার প্রতীকী পথ অবরোধের ডাক বিজেপির।

Update: 2019-06-23 06:39 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এখনও থমথমে পাত্রসায়রের কাঁকরডাঙ্গা। কাল এক ছাত্র ও দুই বিজেপি কর্মীর গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। গ্রামে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে, বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা জুড়ে পুলিশের গুলি চালানোর প্রতিবাদে বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত এক ঘন্টার প্রতীকী পথ অবরোধের ডাক দিয়েছে। অন্যদিকে গুলিবিদ্ধ বিজেপি কর্মীদের পরিবারের লোকজনের আক্ষেপ পুলিশ অকারনে, গুলি চালনোর ফলেই তিন জন আজ মৃত্যুর সাথে পাঁজা লড়ছে। বাঁকুড়া মেডিকেলে কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ তিন জনের মধ্যে দুজনের অবস্থা স্থিতিশীল হলেও অষ্টম শ্রেণির ছাত্র সৌমেন বাউরীর (১৪) অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সুত্রে জানানো হয়েছে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/bjp-worker-attacked-by-tmc-at-kotulpur/img-20190604-wa0028/" rel="attachment wp-att-5235">

Similar News