#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া শহরে দুটি কালীপূজোর উদ্বোধন করলেন সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ সন্ধ্যায়, শহরের কলেজ রোডে গ্লোবাল ২৯ এর পূজোর আনুষ্ঠানিক সূচনা করেন।
এরপর যান শহরের লক্ষ্যাতড়া মহা শ্মশানের কালীপূজোর উদ্বোধন করেম তিনি।
মন্দিরে মাতৃ বিগ্রহে মালাও পরান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন, দুটো পূজো মন্ডপেই উদ্বোধনী অনুষ্ঠানে ভীাড় উপচে পড়ে। ছিল কড়া পুলিশী নিরাপত্তাও।
এরপর পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
#দেখুন ভিডিও।
[embed]