উচ্চ মাধ্যমিকে রাজ্যে সাঁওতালি ভাষায় প্রথম বিবেক সরেন,বড়ো হয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ার ইচ্ছে তার।

Update: 2023-05-24 16:14 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এই নিয়ে চারচার বার সাঁওতালি ভাষায় রাজ্যে প্রথম স্থান অর্জন করে নজির গড়ল রাইপুরের পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক সাঁওতালি উচ্চ বিদ্যালয়। এবার রাজ্যে সাঁওতালি ভাষায় তিনজন একই নাম্বার পেয়ে রাজ্যে প্রথম হয়েছে।এই ত্রয়ীর মধ্যে জায়গা করে নিয়েছে পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের বিবেক সরেন৷ উচ্চমাধ্যমিকে ৯৪.৪২% নাম্বার অর্থাৎ মোট ৪৭২ নাম্বার পেয়েছে সে।ছোট থেকে ভাষা ও সাহিত্যের ওপর আলাদা আকর্ষণ ছিল জেলার জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম আহায়াড়ার ছেলে বিবেকের। সে অলচিকিতে পড়াশোনা করেছে প্রাথমিক থেকে।

তবে বড়ো হয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ার ইচ্ছে আছে তার।এদিকে বিবেকের এই সাফল্যের ফলে তার স্কুল এই নিয়ে চারবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাঁওতালি ভাষায় প্রথম স্থান অধিকার করার নজির গড়ল। ফলে স্কুলের প্রধান শিক্ষক,সহ শিক্ষক,শিক্ষাকর্মী থেকে আবাসিক পড়ুয়া সকলেই খুশীতে মাতোয়ারা।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News