জঙ্গলমহলে সাংবাদিক ও এম্বুলেন্স চালকদের কোভিড যোদ্ধা হিসেবে সম্বর্ধনা প্রদান সার্ভিস টু হিউমানিটি সংস্থার।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কোভিড আবহে জীবন কে বাজি রেখে সমাজ তথা মানুষের সেবায় নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে গেছেন জঙ্গলমহলের সাংবাদিকরা। একই ভাবেএম্বুলেন্স পরিষেবা দিয়ে অনেক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছেন এখানকার এম্বুলেন্স চালকরা। তাই এই সাংবাদিক ও এম্বুলেন্স চালকদের প্রথম সারির কোভিড যোদ্ধা হিসেবে গুরু পূর্ণিমায় পুণ্য তিথিতে সম্মাননা প্রদান করল সার্ভিস টু হিউমানিটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বাঁকুড়া২৪এক্স৭ এর সারেঙ্গার সংবাদ প্রতিনিধি সঞ্জয় ঘটক সহ এলাকার বেশ কয়েকজন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয় এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে।সারেঙ্গা ব্লকের গোবিন্দপুরে এই অনুষ্ঠানের পাশাপাশি প্রায় ৫০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়ও করা হয়।
অনুষ্ঠানে এলাকার অন্যতম সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব সুব্রত মিশ্র, সমাজসেবী তারাশঙ্কর মহাপাত্র,প্রশান্ত সিংহ মহাপাত্র, অপুর্ব সৎপতি প্রমুখ উপস্থিত ছিলেন।
👁️দেখুন 🎦 ভিডিও। 👇