আবেদনে যথাযথ পদ্ধতি মানা হয়নি,তাই সিমলাপালে শুভেন্দুর সভার অনুমোদন মেলেনি,জানালেন পুলিশ সুপার,হাইকোর্টে দ্বারস্থ হওয়ার পালটা হুমকি বিজেপির।

বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডলের দাবি,তারা যাবতীয় পদ্ধতি মেনে সভার অনুমতির আবেদন জানানো স্বত্তেও প্রশাসন অনুমতি দিতে টালবাহানা করায়,সভা বাতিল করা হয়েছে। যদিও,পুলিশ সুপার বৈভব তেওয়ারী জানান,আবেদনে পদ্ধতিগত ত্রুটি থাকায় সভার অনুমোদন মেলেনি।

Update: 2023-05-11 14:44 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া জেলায়  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমতি না মেলার ঘটনার জেরে ফের রাজনৈতিক বিতর্ক চরমে উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলার সিমলাপাল বাজারে রাজবাড়ীর মাঠে সভা হওয়ার কথা থাকলেও জেলা পুলিশ অনুমতি না দেওয়ায় এই সভা বাতিল করে জেলা বিজেপি। জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারী এদিন জানন,এই সভার অনুমতির আবেদনে যথাযথ পদ্ধতি মানা হয় নি এবং এই সভার সাথে হাইকোর্টের বিষয় জড়িয়ে আছে সেই কারণে সভার অনুমোদন দেওয় হয়নি। 

এদিকে,বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডলের দাবি,তারা যাবতীয় পদ্ধতি মেনে সভার অনুমতি আবেদন জানানো স্বত্তেও প্রশাসন অনুমতি দিতে টালবাহানা করায় সভা বাতিল করা হয়েছে।তবে সভার অনুমতি পেতে বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বলেও জানান সুনীল বাবু। হাইকোর্ট থেকে আগাম অনুমতি নিয়ে শীঘ্রই এই একই মাঠে সভা করার জন্য কোমর বাঁধছে বিজেপি। এমন ইঙ্গিতও মিলেছে।প্রসঙ্গত, নন্দীগ্রাম, চন্দ্রকোণা, পটাশপুরের পর এবার বাঁকুড়ার সিমলাপাল। ফের শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি না দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।

যা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যে আলোড়ন পড়ে গিয়েছে। সিমলাপাল বাজারের রাজবাড়ির মাঠে আজ বিকেলে সভা করার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। জেলা পুলিশের অনুমতি না মেলায় সভা বাতিল বলে ঘোষণা করে বিজেপি।পাঞ্চায়েত ভোটের আগে এই ঘটনাকে হাতিয়ার করে জেলার জঙ্গলমহলে তৃণমূল বিরোধী প্রচার কর্মসূচি নিতে চলেছে বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি কার্যকর্তারা। এখন দেখার এতে কতখানি রাজনৈতিক ফায়দা তুলতে পারে গেরুয়া শিবির। সেদিকেই নজর রইল পক্ষের তা,বলাই বাহুল্য। 

👁️‍🗨️দেখুন 🎦 ভিডিও 👇

Full View


Tags:    

Similar News