বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ( সঞ্জয় ঘটক,সারেঙ্গা) : : : মাঠে গরু চরানোর সময় বাজ পড়ে মৃত্যু হল এক মহিলার। সারেঙ্গা ব্লকের গোয়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছোট আমলা তোড়া গ্রামের ঘটনা। মৃত মহিলার নাম সন্ধ্যা মাহাত।এছাড়া আরো জনা ছয়েক বাজ পড়ে আহত হন বলে সংবাদ মাধ্যমের কাছে জানান স্থানীয় জিলা পরিষদের সদস্য সুর্যকান্ত সিংহ মহাপাত্র। তবে আহতদের প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়।
👁️দেখুন 🎦 ভিডিও। 👇