ভাত ঘুমের মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ড,ভস্মীভূত বাড়ী,গবাদি পশু,আসবাব পত্র,তবে প্রাণে বেঁচে যায় পুরো পরিবার।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দুপুরের খাওয়া দাওয়া সেরে ভাত ঘুম দিচ্ছিলেন পরিবারের সদস্যরা। আচমকা আগুন লেগে যায় শোয়ার ঘরে লাগোয়া রান্নাঘর ও গোয়াল ঘরে। নিমেষের মধ্যে পুড়ে ছায় খড়ের ছাউনি। আগুনের লেলিহান শিখায় পুড়ে মারা যায় দুটি গবাদি পশু। একটি আহত। এছাড়া পুড়ে ঘরের আসবাবপত্র, সাইকেল, বাড়ীতে মজুত থাকা খাদ্য শষ্যও। তিল,এবং সরষের মতো তৈলবীজ ঘরে মজুত থাকায় আগুন আরও ভয়াবহ আকার নেয়। তবে দমকল আসার আগেই গ্রামের মানুষ নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ দুপুর আড়াইটে নাগাদ সারেঙ্গা ব্লকের চিংড়া গ্রামে ঘটে এই অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়- ক্ষতি হওয়ায় দিশেহারা বাবুরাম কিস্কু ও ধনপতি কিস্কু এই দুই ভাই ও তাদের পরিবার।
যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য সুদীপ ভকত এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
👁️দেখুন 🎦ভিডিও। 👇