ইন্দাসে বিজেপি থেকে ১০০০ জন ভীড়লেন তৃণমূল কংগ্রেসে।

Update: 2019-10-25 14:18 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন: এবার ইন্দাসে বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন ধরালো তৃণমূল। ইন্দাস ব্লকের প্রায় ১হাজার জন এদিন বাঁকুড়া তৃণমূল ভবনে আনুষ্ঠানিক ভাবে বিজেপি ছেড়ে তৃনমুল কংগ্রেসে যোগ দিলেন। এদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলেদেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল সাঁতরা। এই মেগা যোগদান কর্মসূচিতে বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস বটব্যাল, ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/shushuniyas-rina-got-ei-samay-swayangsiddha-samman-by-bringing-children-in-the-backdrop-of-education-in-the-area/img-20191019-wa0015_640x480_800x600_1280x960_1600x1200/" rel="attachment wp-att-6884">

Similar News