বাঁকুড়ায় এবার কমিউনিটি টেস্টিং এ জোর, জেলায় তৈরি চারটি কোভিড স্যাম্পল কালেকশন কিয়স্ক। সিমলাপালেও কিয়স্ক চালুর তোড়জোড়।

Update: 2020-05-07 07:54 GMT

#বাঁকুড়া২৪X৭ EXCLUSIVE : করোনা নির্নয়ের জন্য এবার জেলা জুড়ে চালু হল কমিউনিটি স্যাম্পল কালেকশন কিয়স্ক। অর্থাৎ এলাকায় গিয়ে কোনো নির্দিষ্ট পাড়া বা গোষ্ঠীর মানুষজনের লালরস সংগ্রহ করে তা কোভিড পজেটিভ কিনা তা নির্ণয়ের জন্য লালা রসের নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য দপ্তর। জেলায় এই কাজে আশা কর্মীদেরও যুক্ত করা হয়েছে। জানা গেছে নমুনা সংগ্রহের পর তা, কোল্ড চেইনে ল্যাবে পাঠানো হবে। এতদিন,কেবল পরিযায়ী শ্রমিক বা রেড জোন থেকে বাঁকুড়ায় আসা লোকেদের কোভিড টেস্টের নমুনা সংগ্রহের ব্যবস্থা করে আসছিল স্বাস্থ্য দপ্তর। এবার থেকে জেলায় ধারাবাহিক ভাবে কমিউনিটি কোভিড স্যাম্পল কালেকশনের কাজ চলবে। তার জন্য ইএনটি ডাক্তারদের টিম লীডার করে, ল্যাব টেকনিসিয়ান ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে টিম বানিয়ে তাদের প্রশিক্ষণও সেরে ফেলা হয়েছে। এবং জেলার বড়জোড়া,ছাতনা,ওন্দা এবং খাতড়ায় চারটি কোভিড স্যাম্পল কালেকশন কিয়স্ক চালু করা হয়েছে। পাশাপাশি, শীঘ্রই জঙ্গলমহলের সিমলাপালে একটি কিয়স্ক চালু করা হবে বলেও জানান, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল সরেন। তিনি বলেন,এর আগে জেলায় র‍্যাপিড টেস্টের জন্য কিট এলেও তাতে ত্রুটির জন্য ফেরত চলে যায়। এই অবস্থায় লালা রসের পরীক্ষার ওপরই নির্ভর করতে হচ্ছে। তবে র‍্যাপিড টেস্টের কিটস চলে এলে তা ব্যবহার করা হবে। কমিউনিটি টেস্টের জন্য কোন এলাকায় যারা ইনফ্লুয়েঞ্জা,জ্বর,সর্দি কাশি, শ্বাসকষ্ট উপসর্গে ভুগছেন এমন বাসিন্দাদের লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। পাশাপাশি,র‍্যানডাম টেস্টও চালবে।

প্রসঙ্গত, এপর্যন্ত জেলায় প্রায় দেড় হাজারেরও বেশী লালারসের নমুনা পরীক্ষা হলেও সব ফলই এসেছে নেগেটিভ। ফলে,এখনও গ্রীণ জোনেই রয়েছে বাঁকুড়া জেলা। তাই স্বাস্থ্য দপ্তর করোনার সাথে লড়াই জারি রাখতে এবার কমিউনিটি টেস্টে কোমর বেঁধে নেমেছে তা বলাই বাহুল্য।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Similar News