#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন:(উত্তম দে,জয়পুর) জেলার জয়পুর ব্লকে সুসংহত শিশু বিকাশ প্রকল্পে এবার, কচিকাঁচাদের শিক্ষার আঙ্গিনায় নিয়ে আ সতে শুরু হল এক সপ্তাহের শিশু আলয় প্রশিক্ষণ শিবির।
জয়পুর পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে আয়োজিত এই শিবিরে স জয়পুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রায় চল্লিশ টি আই সি ডি এস কেন্দ্র কে প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিন, প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুর সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক অশ্বিনী কুমার হাঁসদা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নব কুমার রুইদাস,জয়পুর ব্লকের জয়েন্ট ভিডিও সংকলিতা চন্দ্র,ও জয়পুর আই সি ডি এস এর দুই সুপার ভাইজার গোপা মুখার্জী, শ্যামলী সেন প্রমুখ।
এই শিবিরেমূলত,শিশুদের স্কুল মুখী করাও শিশুদের চাহিদা অনুযায়ী শিক্ষা দেওয়া এবং সেই অনুযায়ী মানসিক বিকাশ ঘটানোর নানা পন্থা তুলে ধরা হয়।
#দেখুন ভিডিও।
[embed]