শালতোড়ায় ফের উদ্ধার প্রচুর বিস্ফোরক, কোতুলপুরে ব্যাগ ভর্তি বোমা সহ ধৃত ১।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের বিস্ফোরক উদ্ধার হল জেলায়। ভোটের জন্য বিশেষ নাকা চেকিং চলাকালীন শালতোড়া থানার মুরলুতে ২৮টি বস্তায় ভরা জিলেটিন স্টিক উদ্ধার করল পুলিশ। পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান, উদ্ধার হওয়া জিলেটিন স্টিক গুলির ওজন প্রায় ১.১২৭ কেজি।
#দেখুন🎦 ভিডিও 👇[embed]