ডাকাতদের সাথে গৃহকর্তার খালি হাতের লড়াই ! পিছু হটে, রিভলবার ফেলে, চম্পট ডাকাতদলের। ভাদুলে চাঞ্চল্য !
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ডাকাতদের সাথে খালি হাতে লড়াই করেই সম্পত্তি বাঁচালেন গৃহকর্তা। গৃহকর্তার সাথে হাতাহাতি না পেরে ওঠায় লোহার শিক দিয়ে মাথা ফাটিয়েও ডাকাতির উদ্দেশ্য সফল হয়নি।পাড়ার লোক জন জেগে পড়ায়, ধরা পড়ার ভয়ে ডাকাতি না করেই চম্পট দেয় জনা ছয়েকের ডাকাত দল। যাওয়ার সময় তাড়াহুড়োতে তারা একটি পিস্তলও ফেলে যায় গৃহকর্তার বাড়ীতে।
বুধবার মাঝরাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বাঁকুড়া সদর থানার ভাদুল গ্রামে। এই গ্রামের বাসিন্দা অবসর প্রাপ্ত স্বাস্থ্য দপ্তরের কর্মী প্রদীপ তেওয়াড়ীর বাড়ীতে হানা দেয় ডাকাত দলটি।পাঁচিল টপকে ও ছাদের দরজার ছিটকিনি ভেঙ্গে ঢোকে ডাকাত দলটি। এরপর পিস্তল দেখিয়ে পরিবারের চার সদস্যকে একটি রুমে ভরার ছক কষলে প্রদীপ বাবু ডাকাতদের বাধা দেন। চলে হাতাহাতি। প্রদীপ বাবুর মাথায় লোহার রডের শিক দিয়ে আঘাত করা হয়। তবুও ডাকাতদের ছাড়েন নি তিনি। ডাকাতদের ঠেকিয়ে রাখেন। তার মধ্যেই পড়শীরা ঘটনা টের পেতেই উঠে পড়ে চিৎকার জুড়লে চম্পট দেয় ডাকাত দল।
পরে বৃহস্পতিবার সকালে পুলিশ গিয়ে ঘটনার তদন্ত করে। ডাকাতদের ফেলে যাওয়া রিভলবারটিও বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়।
এদিকে,এই ঘটনার জেরে আতঙ্কে রয়েছে পুরো গ্রাম।
#দেখুন ভিডিও।[embed]