বিগ্রেডের প্রস্তুতি সভা মঞ্চে, দুই সাংসদের ছবিতে মালা পরিয়ে, হরিবোল কীর্তন করে, অভিনব শুদ্ধিকরণ তৃণমূলের!

Update: 2019-01-11 09:43 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দল থেকে বহিস্কৃত দুই সাংসদ সৌমিত্র খাঁ ও অনুপম হাজরার ছবিতে মালা দিয়ে,খোল,করতাল বাজিয়ে হরিবোল ধ্বনি দিয়ে মঞ্চ মাতাল তৃণমূল কংগ্রেস!জেলার রাইপুরের সবুজ বাজারে ১৯ শে জানুয়ারীর ব্রিগেডের সমাবেশের প্রচার সভায় এই কান্ড ঘটায় রাইপুর ব্লক তৃণমূল।জেলা সভাপতি অরুপ খাঁর উপস্থিতিতেই সৌমিত্র ও অনুপমের ফটোতে গাঁদা ফুলের মালা পরিয়ে,খোল,করতাল বাজিয়ে চলে হরি বোল।

খানিকটা 'শেষ যাত্রার'- আদলেই চলে এই হরিনাম।যদিও, জেলা সভাপতি অরুপ খাঁ খানিকটা সামাল দিয়ে, এই ঘটনাকে শুদ্ধিকরণ বলে অবিহিত করে বলেন,"আমরা নিজেদের এভাবে শুদ্ধিকরণ করলাম।আমাদের সহকর্মীরা করল।ওই দুই সাংসদদের নয়, আসলে দলের শুদ্ধিকরণ করা হল।কারণ, দুই সাংসদকে বহিস্কার করায় বেইমানীর আর জায়গা দলে থাকলনা । এতদিন, এদের মতো লোক দলে অশুদ্ধি ঘটিয়েছিল। এখন তারা চলে যাওয়ায়, আমরা শুদ্ধ হলাম।তাই মঞ্চে হরিনামের এই আয়োজন।

প্রসঙ্গত, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

এখন এই পরিস্থিতিতে তার অনুগামী তৃণমূল কর্মী সমর্থকরা যেন বিজেপি মুখী না হয়, তার জন্য তাদের কাছে, সৌমিত্র যে দল বিরোধী কাজ করেছে,আর তার জেরে দল থেকে সৌমিত্র কে বরখাস্ত করা হয়েছে। এবং নিজের স্বার্থ চরিতার্থ করতে না মেরে বিজেপিতে ভিড়েছে তা বোঝাতে উঠে পড়ে লেগেছে জেলার তৃণমূল নেতৃত্ব।

তার অঙ্গ হিসেবেই নেওয়া হয় এই হরিবোল কর্মসূচি!এখন দেখার, এই কৌশলে কত খানি বজীমাৎ করে জেলা তৃণমুল কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্কের কারিগরেরা?

#দেখুন ভিডিও।[embed]Full View

Similar News