পাত্রসায়রে কাটমানি ফেরতের দাবীতে চার তৃণমূল কর্মীকে আটকে রেখে স্বীকারোক্তি আদায় গ্রামবাসীদের।

Update: 2019-07-04 10:22 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : নেতাদের নির্দেশ মতো আবাস যোজনায় ঘর পায়িয়ে দিতে টাকা তুলেছিলেন এলাকার বাসিন্দাদের কাছ থেকে। কাটমানি ইস্যুতে রাজ্যে টাকা ফেরতের দাবী জোরদার হতেই এবার বাঁকুড়ার পাত্রসায়রের হাটকৃষ্ণনগর গ্রামের বাসিন্দাদের টনক নড়ে। আজ এমনই চার তৃণমূল কর্মীকে বাগে পেয়ে আটকে রাখেন গ্রামবাসীরা। তাদের চোর হিসেবে পরিচিতি ব্যক্ত্য করতে হাতে পোস্টারও ধরিয়ে দেন গ্রামবাদীরা। তার ছবি তুলতেও হিড়িক পড়ে যায় পুরোদমে। এমন কি তাদের স্বীকারোক্তিও রেকর্ড করা হয়। এই অভিযুক্ত তৃণমূল কর্মীরা অবশ্য সংবাদ মাধ্যমের কাছেও তাকা তোলার কথা স্বীকার করে। এবং তারা কোন,কোন নেতাদের নির্দেশ মতো টাকা তোলেন তাও বলে দেন গড়গড় করে। যদিও তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল সাঁতরার দাবী, প্রাণে মারার ভয় দেখিয়ে বিজেপি কৌশলে তৃণমূল কর্মীদের এই সব স্বীকারোক্তি অদায় করছে। অন্যদিকে, বিজেপির পালটা দাবী বিজেপি নয় মুখ্যমন্ত্রীর কথায় এখন গ্রামের সাধারণ মানুষ কাটমানি ফেরত চাইছেন। এই গ্রামে অভিযুক্তরা টাকা ফেরত দেবেন বলে অঙ্গীকার করায় গ্রামবাসীরা তাদের ছেড়েও দেয়। এখন শ্যামল বাবু শাক দিয়ে মাছ ঢাকতে বিজেপির ওপর মিথ্যা অভিযোগ আনছেন। তবে তাতে লাভ হবে না। কাটমানি ফিরিয়ে দিতেই হবে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/sand-overloaded-5-lorry-seized-by-local-public-and-hand-over-to-police-at-indas/img-20190604-wa0027/" rel="attachment wp-att-5225">

Similar News