পাত্রসায়রে বালি ঘাট নিয়ে সংঘর্ষে আটক চার জনকে গ্রেপ্তার,উদ্ধার চারটি তাজা বোমা।

Update: 2019-11-20 15:36 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :বালি খাদান নিয়ে বিবাদের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় আটক চার জনকে গ্রেপ্তার করল পুলিশ। তাদের কাছে চারটি তাজা বোমাও উদ্ধার করে। আজ ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে দু জনকে দুই দিনের পুলিশ হেপাজত এবং বাকি দুই জনকে জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার পাত্রসায়রের শালখাড়ায় বালি ঘাটের দখলদারী নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই সময় বোমাবাজিও হয়। খবর পেয়েই ওই দিন দুপুরে নৌকা করে দামোদর নদ পেরিয়ে বর্ধমানের গলসির সীমানাবর্তী ওই ঘটনাস্থলে গিয়ে পাত্রসায়ের থানার পুলিশ চার জনকে আটক করে। ধৃতদের কাছ থেকে বোমা উদ্ধার হওয়ায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃত চার জন হলেন অমর মন্ডল,সুধীর মন্ডল, প্রতাপ মল্লিক ও সুদের মল্লিক। এরা সকলেই পূর্ব বর্ধমানের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। বিষ্ণুপুরের এসডিপিও প্রিয়ব্রত বক্সী জানান,দুজনকে পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে। কোথা থেকে বোমা তারা পেয়েছেন এবং তারা পেশাদারী দুষ্কৃতি কিনা তা জিজ্ঞাসাবাদ করে জানবে পুলিশ।

Similar News