কাঁকরডাঙ্গায় ধৃত বিজেপি নেতা তমাল কান্তি গুঁইয়ের চার দিনের পুলিশ হেফাজত।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শনিবারের কাঁকরডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ধৃত বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি তমাল কান্তি গুঁই কে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিনের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেন। পুলিশের দাবী, ধৃত এই নেতার কাছ থেকে দুটি পাইপ গান,একটি পিস্তল, ও একটি টাঙ্গি উদ্ধার হয়েছে। অন্যদিকে, তমাল বাবুর স্ত্রীর দাবী, তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে পুলিশ। পুলিশ তাকে দোকান থেকে ধরে মারতে,মারতে গাড়ীতে তোলে। কোন অস্ত্র তার সাথে ছিল না। বিজেপি করে বলেই মিথ্যা মামলা তার স্বামীর বিরুদ্ধে রুজু করেছে পুলিশ।
#দখুন 🎦ভিডিও। 👇[embed]