সোনামুখীতে রাতের অন্ধকারে প্রাথমিক স্কুলে গজ রাজের দাদাগিরি! সাবাড় মিড ডে মিলের চাল,ভাঙ্গল পাম্প সেট।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন:( সঞ্জয় সরকার) : খাবারের খোঁজে এবার হাতির হানা প্রাথমিক স্কুলের মিড -ডে মিলের ভাঁড়ার ঘরে। স্কুলের প্রাচীর ভেঙ্গে স্কুলে হানা দিয়ে, স্কুলের দরজা ভেঙ্গে চলে গজ রাজের দাদাগিরি। নিমেষে সাবাড় করে প্রায় মিড ডে মিলের এক কুইন্টাল চাল। নষ্ট করে দেয় স্কুলের পানীয় জলের সাবমার্সিবেল পাম্পটিও।
নীচের ভিডিও লিংক * ক্লিক করে শুনুন প্রধান শিক্ষকের বক্তব্য।[playlist data-type="video" ids="4267"]